ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

সৌদি আরব নেতৃত্ব দিলে প্রভাব হয় শক্তিশালী: আনোয়ার ইব্রাহিম

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২২, ২০২৩

সৌদি আরব নেতৃত্ব দিলে প্রভাব হয় শক্তিশালী: আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব যখন নেতৃত্ব দেয়, তখন তার প্রভাব হয় শক্তিশালী। 

গাজায় ইসরাইলি হামলার বিষয়ে উপযুক্ত ও সময়োপযোগী অবস্থান নেওয়ার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান তিনি। নিন্দা জানান আন্তর্জাতিক রাজনীতির। 

শুক্রবার উপসাগরীয় দেশগুলোর সংগঠন জিসিসি-আসিয়ান সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে আরব নিউজকে সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। 

তিনি গাজা পরিস্থিতিকে উন্মাদনা বলে এর নিন্দা জানান। সতর্ক করেন বিশ্বনেতাদের। বলেন, পশ্চিমা নেতাদের ভিরুতার বিষয়ে বিশ্ব অন্ধ হয়ে যায়নি। তারা ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে যেমন তৎপর, তেমনি গাজা ইস্যুতে ইসরাইলি আগ্রাসনের নিন্দা পর্যন্ত প্রকাশ করতে ব্যর্থ। একে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধপূর্ণ অবস্থান বলে বর্ণনা করেন। 

তিনি বলেন, ইতিহাস ও ভূরাজনীতির একজন ভালো শিক্ষার্থী অবশ্যই তাদের এসব কর্মকাণ্ড দেখে বিস্মিত হবেন না। পশ্চিমারা গাজায় শুধু আগ্রাসনকে সমর্থনই করছেন এমন নয়।