হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলন শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ ইতালি ও গ্রিসের প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।
সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, গাজায় সহিংসতার মাত্রা অবশ্যই কমাতে হবে এবং আন্তর্জাতিক মহলকে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করতে হবে।
সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস একটি নতুন শান্তি প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন, যা ইসরাইলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।
কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, কোন সামরিক আগ্রাসন কখনোই একটি কার্যকর রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারেনা।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও এ সম্মেলনে তাদের বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে এ সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। এ ছাড়া ইসরাইলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরাইলের সমালোচনায় মুখর হয়েছেন।
মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এ সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন। এতে যোগ দিয়েছেন আফ্রিকার ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও।