ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ইসরাইলের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত হিজবুল্লাহর

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২২, ২০২৩

ইসরাইলের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত হিজবুল্লাহর
ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিদর্শন করে সামরিক বাহিনীর ৯১তম ডিভিশনের কমান্ডারের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। শনিবার উত্তর সীমান্ত পরিদর্শনে গিয়ে সৈন্যদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ। এজন্য চড়া মূল্য দিচ্ছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। তবে আমাদের যে কোনো সম্ভাবনার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে। সামনে বড় চ্যালেঞ্জ। হারেৎজ, টাইমস অব ইসরাইল। 

ওই অঞ্চল সফরকালে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাই ক্ল্যাপার এবং অন্যান্য ব্রিগেড কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পরে তিনি যুদ্ধকবলিত অঞ্চলের কাউন্সিল প্রধানদের সঙ্গে দেখা করেন এবং উত্তর ইসরাইল থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের বিষয়ে আলোচনা করেন।

গ্যালান্ত বলেন, ‘ঠিক দুই সপ্তাহ আগে দক্ষিণে হামাসের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয়েছিল। এই যুদ্ধের উদ্দেশ্য হত্যা, অপহরণ, ধর্ষণ এবং বেঁচে যাওয়া শিশু ও নারীদের ক্ষতি করা।’

তিনি বলেন, আর এসব দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি ইসরাইলকে থামানোর জন্য হামাসের পক্ষ থেকে এসব ভিডিও আমাদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু আমরা এই যুদ্ধের পরিস্থিতি ১৮০ ডিগ্রিতে উলটাতে যাচ্ছি। হামলার দিনটি এমনভাবে স্মরণ করা হবে যে ওইদিন হামাসের চূড়ান্ত বিলুপ্তি শুরু হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের উত্তরাঞ্চলে প্রত্যেক দিন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে গত দুই সপ্তাহে হিজবুল্লাহর অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে তা ইসরাইলের উত্তরাঞ্চলে যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।