ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

হামাস যোদ্ধাদের যে কৌশলে হত্যা করল এক ইসরাইলি নারী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

হামাস যোদ্ধাদের যে কৌশলে হত্যা করল এক ইসরাইলি নারী
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল গেলে এদ্রি তার সঙ্গে দেখা করেন। তার সঙ্গে আলিঙ্গন করেন। ছবি: সংগৃহীত
হামাস-ইসরাইল সংঘাতের শুরুর পর রাচেল এদ্রি নামে এক ইসরাইলি নারীর বাড়িতে প্রবেশ করেছিল হামাস যোদ্ধারা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ওই নারী তাদের চা ও বিস্কুট খেতে দিয়েছিলেন। ইসরাইলি বাহিনী এসে হামাস যোদ্ধাদের হত্যা করার আগ পর্যন্ত তাদের ব্যস্ত রেখেছিলেন ওই নারী। খবর এপি।

এ ঘটনার পর ওই নারী ইসরাইলি নায়ক হয়ে উঠেছেন। শুধু তাই নয় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝটিকা সফরের সময় এদ্রি তার সঙ্গে দেখা করেছিলেন। 

সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়, গত ৭ অক্টোবর হামাস যখন দক্ষিণ ইসরাইলে হামলা চালায় তখন ৬৫ বছর বয়সী নারী এদ্রির বাড়িতেও গ্রেনেড নিয়ে হাজির হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ যোদ্ধারা। তখন দ্রুত বুদ্ধিমত্তায় বেঁচে যান তিনি। 

কী ঘটেছিল সেদিন?

এপিকে রাচেল এদ্রি বলেন, ‘হামাসের একজন আমাকে বলেছিল—তুমি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিলে।’

তখন আমি তাকে বলেছিলাম—‘আমি সত্যিই তোমার মায়ের মতো। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার যত্ন নেব। তোমার কি দরকার?’ 

এপি জানায়, হামাস যোদ্ধাদের একজন বন্দুকধারী এদ্রির মুখে বন্দুকের বাট দিয়ে আঘাত করার পরও এদ্রি তাকে শান্ত করেছিলেন। তিনি তাদের আনারস, চা ও মরক্কোর কুকিজ পরিবেশন করেছিলেন। ওই বৃদ্ধ নারী তাদের আরবি গান গেয়ে শুনিয়ে ব্যস্ত রেখেছেন। এসময় হামাস যোদ্ধাদের কোক জিরো খেতে দিলে তারা বলেন, তারা কোকা কোলা পছন্দ করেন।

এদ্রি বলেন, ‘তারা (হামাস যোদ্ধা) পান ও খাওয়ার পর, অনেক শান্ত হয়ে যায়। আমি তাদের সঙ্গে কথোপকথন শুরু করি—এক পর্যায়ে আমি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম তারা হামলা করতে এসেছে।’ 

এপি আরও জানায়, সেদিন ইসরাইলি বাহিনী এদ্রির ছেলে ইভিয়েটারের সহায়তায় এদ্রি ও তার স্বামীকে উদ্ধার করতে সক্ষম হয়। সেদিনের অভিযানে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে এদ্রিকে উদ্ধার করে মধ্য ইসরাইলের একটি হোটেলে স্থানান্তরিত করা হয়।

এদিকে এ ঘটনার পর ইসরাইলে পরিপূর্ণ ইহুদি মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইদ্রিকে। ইসরাইলিরা এদ্রিকে ইয়াইলের বাইবেলের চরিত্রের সঙ্গেও তুলনা করেছে—যিনি ঘুমের মধ্যে শত্রুপক্ষের জেনারেলকে খাইয়ে, ঘুম পাড়িয়ে হত্যা করেছিলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঝটিকা সফরে ইসরাইল গেলে এদ্রি তার সঙ্গে দেখা করেন। বাইডেন তাকে ধন্যবাদ জানান। তার সঙ্গে আলিঙ্গন করেন।