মিসর থেকে গাজায় জরুরি মানবিক সহায়তা (খাদ্য, পানি ও ওষুধ) প্রবেশে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বুধবার এ সংক্রান্ত ঘোষণা দেয় তারা।
গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধারা হামলা চালানোর পর থেকে গাজার বিদ্যুৎ, পানি ও খাদ্য সরবরাহের সব উপায় বন্ধ করে দেয় ইসরাইল।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, মিসর থেকে গাজায় মানবিক সহায়তা পাঠানো হলে ইসরাইল তাতে বাধা দেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি অনুযায়ী ইসরাইলের মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজায় ততদিন পর্যন্তই মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হবে যতদিন তা হামাসের হাতে না পৌঁছায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যতক্ষণ না আমাদের জিম্মিদের ফেরত না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত ইসরাইলের সীমানা দিয়ে গাজায় কোনো মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না।’