আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনো শেষ হয়নি। বাংলার মাটি থেকে হত্যার রাজনীতি নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবে।
শেখ রাসেলের জন্মদিনে, সকালে বনানীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন-সংবিধান মেনে নির্বাচন হবে। দুই-একটা দল না আসলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে।