Can't found in the image content. বিএনপি কাকের মতো পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আছে: তথ্যমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএনপি কাকের মতো পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩

বিএনপি কাকের মতো পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আছে: তথ্যমন্ত্রী
বিএনপির আন্দোলন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে কোনো সমর্থন দেয়নি পশ্চিমা বিশ্ব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি জনগণের ওপর ভরসা না করে কাকের মতো পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরাইলের সাহস যোগাচ্ছ, তেমনিভাবে বিএনপিকেও সাহস জোগাচ্ছে। ইসরাইলি হামলার বিষয়ে নিশ্চুপ থাকার মাধ্যমে বর্বরতার পক্ষ নিয়েছে বিএনপি। 

মার্কিন পরামর্শ প্রসঙ্গ বলেন, তাদের পরামর্শ গুরুত্বের সাথে দেখার কিছু নেই। পরামর্শ গ্রহণ করবো কিনা সেটা সরকারে এখতিয়ার।

তিনি জানান, সংবিধান অনুযায়ী নির্বাচনকালিন সরকার গঠনের কেনো বাধ্যবাধকতা নাই। মন্ত্রীসভা ছোট করা বা না করা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানান তথ্যমন্ত্রী।