ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

এবার তালেবানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ছে আরব আমিরাত! (ভিডিও)

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ২২, ২০২১

এবার তালেবানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ছে আরব আমিরাত! (ভিডিও)

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে বহু দেশ কাবুলে থাকা দূতাবাস বন্ধ করে দেয়।  এর মধ্যে তালেবান সরকার গঠন করার মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে।

 

দেশটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় খুলেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত।

 

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

 

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দিয়েছে।

 

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, এটি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ভালো পদক্ষেপ। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।

 

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে মনে করে ইসলামিক আমিরাতের এ মুখপাত্র।

 

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইএস। দেশের বিভিন্ন স্থানে বারবার হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করছে এ জঙ্গি গোষ্ঠী। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভয়ও এ জঙ্গিগোষ্ঠীর বিস্তারকে ঘিরে। যদিও তালেবান ইতোমধ্যে জানিয়েছে, আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।

 

এর মধ্যে সরকার গঠন নিয়ে তালেবান বিশ্ব সম্প্রদায়ের সমালোচনার মধ্যে পড়েছে। তাই দেশটির নতুন সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি।  ফলে তালেবানের সামনের পথ যে কঠিন সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে কাবুলে বিভিন্ন দেশের কূটনৈতিক কার্যক্রম শুরু দক্ষিণ এশিয়ার দেশটির শাসকগোষ্ঠীর জন্য সুখবর।