আমি আমার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছি, বলছেন লেবাননের নিহত এক যোদ্ধার মা আজাব মুসা (৪৫)। তিনি তার ২২ বছর বয়সি ছেলে হামজার জন্য গর্বিত যে সোমবার ইসরাইলে প্রবেশ করেছিল এবং ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়।
আজাব মুসা তার ছেলেকে যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। মুসা বলছেন, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম যাতে সে কোনো অবস্থাতেই হাল ছেড়ে না দেয়। আরও বলেন, যদি আমার ১০টি ছেলে থাকত তাহলে তাদের সবাইকে একই কাজ করতে পাঠাতাম। কারণ আমাদের দেশ পুনরুদ্ধার হয়নি। বিবিসি।
হামজার ভাই মোহাম্মদ (২০) বলেছেন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন তবে তিনি তার ভাইয়ের মতো কিছু করতে ইচ্ছুক। এখানে প্রতিটি মানুষ তাকে নিয়ে গর্বিত। সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর পরিবারটি ২০১১ সালে সিরিয়া থেকে লেবাননে পৌঁছেছিল।
শুক্রবার বিকালে লেবাননের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী শিবির বুর্জ আল-শেমালিতে সমাবেশের আয়োজন করা হয়। ক্যাম্পটি ইসলামিক জিহাদসহ বিভিন্ন ফিলিস্তিনি দলের সমন্বয়ে পরিচালিত হয়। লেবানন-ইসরাইল সীমান্তে সহিংসতা এখনো পর্যন্ত সীমিত। তবে ধারণা করা হচ্ছে, হামাস-ইসরাইল লড়াই বাড়লে লেবানন এই সংঘর্ষ বাড়াতে পারে।