Can't found in the image content. প্রধানমন্ত্রীকে সম্মানজনক ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রীকে সম্মানজনক ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, নভেম্বর ২২, ২০২১

প্রধানমন্ত্রীকে সম্মানজনক ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জলবায়ু সংকট মোকাবেলা দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

 

রবিবার (২১ নভেম্বর) চবি উপাচার্য অধ্যাপক . শিরীণ আখতারের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় (৫৩৬ তম) সিদ্ধান্ত নেওয়া হয়।

 

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘উইটসা অ্যামিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবেলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার একজন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

 

বিষয়ে একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে তা কার্যকর করবে।