Can't found in the image content. রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ৮, ২০২৫ |

EN

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

পাবনা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান
বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ধারাবাহিক চালানের তৃতীয় দফার সামগ্রী রূপপুর প্রকল্পে এসে পৌঁছেছে। 

শুক্রবার সকাল পৌনে ১০টায় ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ব্যাপক নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছায়। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রথম ও ৬ অক্টোবর দ্বিতীয় চালান এখানে পৌঁছায়। দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে ১৩ অক্টোবর। প্রতিবারের মতো এবারও ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে ভারি যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে গাড়িবহর প্রকল্প এলাকায় পৌঁছানোর পর পর এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। 

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কান্তি কুমার মদক ইউরেনিয়ামের গাড়িবহর পৌঁছানোর খবর নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইউরেনিয়ামের গাড়ি রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে।