ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

ঘানার সাবেক ফার্স্টলেডি থেরেসা কুফুর মারা গেছেন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩

ঘানার সাবেক ফার্স্টলেডি থেরেসা কুফুর মারা গেছেন
ঘানার সাবেক ফার্স্টলেডি থেরেসা কুফুর (৮৭) মারা গেছেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির দায়িত্বে ছিলেন তিনি। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ঘানার বর্তমান প্রেসিডেন্ট বলেছেন, তার (কুফুরের) আন্তরিকতা, দয়া এবং অনুগ্রহ ছিল অনন্য। 

দেশটিতে মা ও শিশু স্বাস্থ্যসেবার অগ্রগতিতে নিবেদিতপ্রাণ ছিলেন থেরেসা কুফুর। বিনামূল্যে প্রসব সেবা প্রদানের একটি নীতি প্রণয়ন করে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। যা দেশে মা ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছিল।

১৯৩৫ সালের ২৫শে অক্টোবর দেশটির কুমাসিতে জন্মগ্রহণকারী থেরেসা একজন ধাত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ফার্স্ট লেডি হিসেবে আট বছর দায়িত্ব পালন করে ঘানাবাসীর মন কেড়ে নিয়েছেন। 

১৯৬২ সালে সাবেক রাষ্ট্রপতি জন আগিয়েকুম কুফুরকে বিয়ে করেছিলেন থেরেসা কুফুর। মৃত্যুকালে স্বামী ও পাঁচ সন্তান রেখে গেলেন কুফুর।