Can't found in the image content. হাফ ভাড়া নিতে অসম্মতি-ছাত্রীকে ধর্ষণের হুমকি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১

EN

হাফ ভাড়া নিতে অসম্মতি-ছাত্রীকে ধর্ষণের হুমকি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, নভেম্বর ২১, ২০২১

হাফ ভাড়া নিতে অসম্মতি-ছাত্রীকে ধর্ষণের হুমকি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

 

এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

 

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি লেজে যাওয়ার উদ্ধেশ্যে নিরআখড়া থেকে ঠিকানা রিবহনের বাসে উঠে। সেখান থেকে লেজের ভাড়া ১০টাকা।কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনিনিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা লেন এবং নামা সময়ে তাকে টাকা দিয়ে ধর্ষণ শারীরিক নির্যাতনের হুমকি দেন। যা প্রকাশযোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর নে রাখতে পারিনি।

 

তিনি আরও জানান, প্রতিদিন তাদের এমন ভোগান্তিতে পড়তে হয় এবং বাসগুলো তাদের তুলতে চায় না।