ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সমৃদ্ধির পথে বাংলাদেশ: কুমিল্লায় অর্থমন্ত্রী

মোস্তাকিম হোসেন, পাঁচবিবি প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ২১, ২০২১

সমৃদ্ধির পথে বাংলাদেশ: কুমিল্লায় অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। এ দেশের উন্নতির ম্যাজিক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

দেশের উন্নতির আরেকটি ম্যাজিক হলো দেশের মানুষ। তারা কাঁধে-কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর।

 

শনিবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

অর্থমন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ভালো কাজই রাজনীতি। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

 

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার বিকালে বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

 

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।

 

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু' সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন রহমান এর সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি  সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার,সাংগঠনিক পার্থ সারথী দত্ত,দপ্তর সম্পাদক রুপম মজুমদার, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ বিএ, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সহকারী সচিব লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন, লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন মোল্লা, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, সাংগঠনিক রুহুল আমিন চৌধুরী, লালমাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা ভিপি কামরুল হাসান শাহিন, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, জেলা যুবলীগ নেতা বঙ্গবাসি আবাদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, রবিউল আলম রবি, সদস্য খন্দকার সোহেল রেজা, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর আহম্মেদ, রাশেদ মাহমুদ শাওন, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হান্নান মিয়াজিসহ স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।