Can't found in the image content. কিছুই মনে রাখিনি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

কিছুই মনে রাখিনি

শিল্প ও সাহিত্য ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ১, ২০২৩

কিছুই মনে রাখিনি

প্রতীকী ছবি

কিছুই মনে রাখিনি
ময়নুল ইসলাম

তুমি আমায় কষ্ট দিতে চেয়েছো, আমি- 
প্রতিজ্ঞা করেছিলাম, ছিটেফোঁটা কষ্টকেও- 
ঘেঁষতে দেবো না আমার চৌহদ্দিতে!
আমি কথামতো লাঙ্গল কাঁধে-
হালের বলদ জোড়ার সঙ্গে চাষ করেছি- 
বিঘা বিঘা জমি! আমি কৃষক হয়ে-
কষ্ট ভুলে থাকতে নারীর শাড়ী- 
চিবিয়ে খেয়েছি নবান্ন উৎসবের দিনে!

তুমি আমায় কষ্ট দিয়েছো, আমি-
মনোঃকষ্টে সব ফেলে-ছেড়ে 
বসে থেকেছি প্রবাহমান নদীর ধারে!
আমি কষ্টের বুক চিড়ে,
মাঝির বৈঠা বানিয়েছি-
আমার পাঁজরের হাড়ে! তারপর- 
অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে- 
পাড়ি দিয়েছি প্রমত্ত দামোদর নদী!

তুমি আমায় কষ্ট দিতে চেয়েছো!
তুমি আমায় কষ্ট দিয়েছো!
তোমার দেয়া কষ্টগুলো-
উপহার হিসেবে নিয়ে, আমি-
চোখের জলে রচনা করতে চেয়েছি- 
শোকের কবিতা! জীবনে প্রথমবার-
ভাষা জ্ঞানহীনতার কষ্টে-
হৃদয়ে অনুভূত হলো চাপা কষ্ট! দেখলাম, 
কবিতা না হয়ে-
হয়েছে অপাঙতেয় কিছু কথামালা!

তুমি আমায় কষ্ট দিতে চেয়েছো!
তুমি আমায় কষ্ট দিয়েছো! তোমরা-
সম্মিলিতভাবে  কষ্টের  সামিয়ানায়-
নির্মমভাবে ঢেকে দিয়েছো একটি শরীর!
তোমরা আমায় কষ্ট দিয়েছো!
এক জীবনে আমি তোমাদের কাছে-
হরেক রকমে পেয়েছি নানাবিধ কষ্ট!
কষ্টগুলো শুধু নষ্ট হবে বলে-
আমি তার কিছুই মনে রাখিনি!