ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের নিয়ে হংকং ও আম্মানের পথে বিমানের চার্টার্ড ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের নিয়ে হংকং ও আম্মানের পথে বিমানের চার্টার্ড ফ্লাইট
করোনা মহামারিতে দেশে আটকে পড়া শিক্ষার্থীদের হংকং ও প্রবাসী কর্মীদের জর্ডানের আম্মানে পৌঁছে দিতে বিমানের দুটি পৃথক চার্টার্ড ফ্লাইট ঢাকা ছেড়েছে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিমান জানায়, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের হংকং পৌঁছে দিতে বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-০৭৮ আজ দুপুর সোয়া দুইটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার স্থানীয় সময় রাত পৌনে আটটায় পৌঁছাবে এবং ফেরার পথে হংকংয়ে আটকে পড়া যাত্রীদের দেশে নিয়ে আসবে।

অপরদিকে, দুপুর ২টা ৩৭ মিনিটে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০১১ দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আম্মানে পৌঁছাবে।