নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, নভেম্বর ২১, ২০২১
বাংলাদেশ
এবং জাতির পিতার অবমাননার অভিযোগে মামলা হতে পারে গাজীপুরের
মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইনে সুস্পষ্টভাবে বলা
হয়েছে যে, কেউ যদি
জাতির পিতার প্রতি কোনো কটাক্ষ করে,
অবমাননা করে বা সম্মানহানিসূচক
মন্তব্য করে তাহলে তিনি
ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধী হিসেবে
গণ্য হবেন। এখন গাজীপুর সিটি
কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে
পারে। এছাড়াও জাতির পিতাকে অসম্মান করার জন্য তার
বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে।
ডিজিটাল
নিরাপত্তা আইন অনুযায়ী, এই
ধরণের মামলায় যদি শেষ পর্যন্ত
জাহাঙ্গীর অপরাধী প্রমাণিত হন, তাহলে তাকে
সাত থেকে ১০ বছর
পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অন্যদিকে
জাতির পিতাকে অপমান করার অভিযোগে যদি
তিনি দণ্ডিত হন, তাহলে সংবিধান
অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ডে
দণ্ডিত হতে পারে। তবে
এই বিষয়গুলো নির্ভর করছে কোন ধারায়
তার বিরুদ্ধে মামলা হবে এবং মামলার
প্রক্রিয়ায় তিনি যে মন্তব্যগুলো
করেছেন, সে মন্তব্যগুলো বিচার
বিশ্লেষণ কিভাবে করা হবে, তার
উপর।
এখন
পর্যন্ত জাহাঙ্গীর আলম বলছেন যে,
তার কথা বিকৃতভাবে উপস্থাপিত
হয়েছে। সুপার ইডিটেড করা হয়েছে। অন্যদিকে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় মন্তব্য করা
হয়েছে, এই মন্তব্যগুলো জাহাঙ্গীরের
এবং আওয়ামী লীগ সভাপতি শেখ
হাসিনা বলেছেন, এটি অমার্জনীয় অপরাধ।
এখন আইনি লড়াইয়ে ফয়সালা
হবে আসলেই জাহাঙ্গীর দণ্ডিত হবেন কিনা।
সুত্র:
বাংলাইনসাইডার