Can't found in the image content. আতঙ্কে ইসরাইল; পূর্ব গাজায় বিস্ফোরণ, ড্রোন হামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ |

EN

আতঙ্কে ইসরাইল; পূর্ব গাজায় বিস্ফোরণ, ড্রোন হামলা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩

আতঙ্কে ইসরাইল; পূর্ব গাজায় বিস্ফোরণ, ড্রোন হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিবরণ এখনো জানা যায়নি। এদিকে, দখলদার ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। 

তেল আবিব এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলা বৃদ্ধির কারণে ইসরাইল আতঙ্কে রয়েছে। এ কারণে গাজায় ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।  প্রতিরোধ সংগ্রামীদের একটি সূত্র বলছে, ইসলামি প্রতিরোধ আন্দোলনের কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার পর পর্যবেক্ষণ টাওয়ারগুলো থেকে আপাতত সরে এসেছে প্রতিরোধ সংগ্রামীরা। 

ইহুদিবাদী ইসরাইল যখনি আতঙ্কে থাকে তখনি ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে। পশ্চিম তীরসহ গোটা এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হয়েছে।