হঠাৎ করেই উধাও চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা জল্পনার মাঝেই তথ্য এলো সামরিক ক্রয়সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বেইজিংয়ের ৬৫ বছর বয়সী এই কর্মকর্তার বিরুদ্ধে।
সর্বশেষ ২৯ আগস্ট আফ্রিকান দেশগুলোর সাথে নিরাপত্তা ফোরামের একটি বৈঠকে দেখা যায় চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। এরপর তার অন্তর্ধান নিয়ে বিতর্ক আরও উসকে দেন জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল।
রাহম ইমানুয়েল বলেন, তিন সপ্তাহ ধরে লোকচক্ষুর আড়ালে থাকা শাংফু যাননি নির্ধারিত ভিয়েতনাম সফরে, দেখা করেননি সিংগাপুরের শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথেও। এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রী গৃহবন্দি আছেন বলে সন্দেহ প্রকাশ করেন রাহম।
এ বিষয়ে কোনো তথ্য নেই বলে শুক্রবার সাংবাদিকদের জানান চীনা মুখপাত্র মাও নিং। চীন সরকারের বরাত দিয়ে বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস-সহ একাধিক গণমাধ্যম বলছে- সামরিক ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে লি শাংফু সহ আট কর্মকর্তার বিরুদ্ধে।
পাঁচ বছর ধরে বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনীর ক্রয় ইউনিটের দায়িত্ব পালন করছেন শি জিনপিং ঘনিষ্ঠ শাংফু। এর আগে, একইভাবে দীর্ঘসময় লোকচক্ষুর আড়ালে থাকার পর বরখাস্তের ঘোষণা আসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংয়ের বিরুদ্ধে।