Can't found in the image content. শুক্রবার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শুক্রবার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

শুক্রবার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত
দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ, নারী, পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঐক্যবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, সরকার বিরোধী দলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকারের সব চক্রান্ত বানচাল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং আমিরে জামায়াত ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সব জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতের সব জেলা শাখার জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।