Can't found in the image content. ঢামেকে প্রথম ‘টেস্টটিউব শিশু’র জন্ম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢামেকে প্রথম ‘টেস্টটিউব শিশু’র জন্ম

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

ঢামেকে প্রথম ‘টেস্টটিউব শিশু’র জন্ম

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘টেস্টটিউব শিশু‘র জন্ম হয়েছে। সরকারি কোনো হাসপাতালে এটাই প্রথম টেস্টটিউব শিশু জন্মের ঘটনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানান।

আনুমানিক তিন সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়েছে। শিশুটি সুস্থ আছে। অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে শিশুটি আছে। সবার উপস্থিতিতে শিশুটির কথা আনুষ্ঠানিকভাবে জানানোর চিন্তা-ভাবনা আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয় ২০০১ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এরপর একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের শিশুর জন্ম হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রথম এ ধরনের কোনো শিশুর জন্ম হলো।