Can't found in the image content. সাইবার নিরাপত্তা বিল পাশ, যা বলল যুক্তরাষ্ট্র | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ২৯, ২০২৫ |

EN

সাইবার নিরাপত্তা বিল পাশ, যা বলল যুক্তরাষ্ট্র

প্রবাস ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

সাইবার নিরাপত্তা বিল পাশ, যা বলল যুক্তরাষ্ট্র
জাতীয় সংসদে সদ্য পাশ হওয়া সাইবার নিরাপত্তা বিল নিয়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, দুর্ভাগ্যবশত সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এ আইনেও মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বলে উল্লেখ করেছে দেশটি।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে এ প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তির মুখে বুধবার জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল’ পাশ হয়। 
 
প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে- নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এ আইনেও মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেফতার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে।