বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তারা অবৈধ, জালিম ও খুনি সরকার। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সিট পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না- এ অবস্থায় প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তোলেন। দেশবাসী এমন কর্মকাণ্ডে সংক্ষুব্ধ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবীতে দেশবাসী আন্দোলন করছে। আন্দোলনের কিছুই তো এখনো দেখেন নাই, সামনে দেখবেন আন্দোলন কাকে বলে। সরকার পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করলে জনগণ পদত্যাগ করাতে বাধ্য করবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, ঢাকায় মানুষ যখন ডেঙ্গুতে মারা যাচ্ছে তখন দুই সিটির মেয়র প্রমোদ ভ্রমণে ব্যস্ত। এই সরকার ডেঙ্গুর চেয়েও আরও ভয়ঙ্কর। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন চলছে। জনগণের বিজয় সুনিশ্চিত।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু ঢাকা কিংবা সিলেট শহরে নয়, ডেঙ্গু এখন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শুধু ডেঙ্গু নিয়ন্ত্রণই নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাসের মূল্য বৃদ্ধিসহ কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এই ব্যর্থ সরকার।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, এই সরকার ভোট চোর সরকার। তাই টানা দুইবার বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, বিএনপি জনগণের সঙ্গে আছে।