Can't found in the image content. দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন এমানুয়েল ম্যাখোঁ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন এমানুয়েল ম্যাখোঁ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন এমানুয়েল ম্যাখোঁ
৩২ বছর পর দ্বিতীয় ফরাসি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন এমানুয়েল ম্যাখোঁ। সফর শেষ করে দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাঁর ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।  বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেয়ার পর রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ঢাকায় আসেন ম্যাখোঁ। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ওই রাতেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সোমবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ। সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। 

এরপর সেখান থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ যান ম্যাখোঁ। বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন এবং নৌকাবাইচ উপভোগ করেন।
 
সব আনুষ্ঠানিকতা শেষে পৌনে তিনটার দিকে ঢাকা ছাড়েন ম্যাখোঁ। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।