Can't found in the image content. দূরত্বে ঘুচিয়ে চীনের সাথে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ বাইডেনের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

দূরত্বে ঘুচিয়ে চীনের সাথে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ বাইডেনের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩

দূরত্বে ঘুচিয়ে চীনের সাথে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ বাইডেনের
চীনের সাথে শত্রুভাবাপন্ন মনোভাব থেকে সরে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, বেইজিংয়ের সাথে স্নায়ুযুদ্ধ নেই ওয়াশিংটনের।

চীনের প্রতিবেশি ভিয়েতনাম সফরে গিয়ে সম্পর্কোন্নয়ন চেষ্টার এই ইঙ্গিত দিলেন বাইডেন। এক্ষেত্রে ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির টেনেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় পাল্টেছে। 

পাঁচ দশক আগের তুলনায় ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সম্পর্ক অন্য যেকোন সময়ের তুলনায় অনেক বন্ধুত্বপূর্ণ। বাণিজ্য, নিরাপত্তা ও অধিকারকে আমলে নিয়ে বিশ্বের বৃহৎ দুই পরাশক্তি যুক্তরষ্ট্র ও চীনের দূরত্ব মেটানোর উদ্যোগ নেয়া উচিত বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। 

এদিকে, সদ্য সমাপ্ত জি-টোয়েন্টি সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে অপ্রত্যাশিত বৈঠক করেছেন বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠকটি বাইডেনের ভারত সফরের আগে তৈরি করা কর্মসূচির অন্তর্ভূক্ত ছিলো না। সম্পর্ক স্বাভাবিক করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শিগগিরই সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন বাইডেন।