ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

শেখ হাসিনা-ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩

শেখ হাসিনা-ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক শুরু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সকালে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করার উদ্দেশ্যে রওনা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

জানা গেছে বৈঠকের পর শেখ হাসিনা ও ম্যাক্রোঁর উপস্থিতিতে বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাসের সঙ্গে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে।