আজ আটেই সেপ্টেম্বর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়।
ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।
মেষ: পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। কোনো প্রচেষ্টা সার্থক রূপ নিতে পারে। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। মন স্থির রেখে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যান। সফল হবেন।
বৃষ: কোনো যোগাযোগে আশাবাদী হবেন। কথা ও আচরণে শক্তি পাবেন। আত্মীয় দ্বারা কোনো কাজ উদ্ধার করতে পারবেন। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন।
মিথুন: নতুন কাজের যোগাযোগ আসবে। কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।
কর্কট: আপনার কাজে অন্যের প্রশংসা পাবেন। পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। উপার্জনের ভাগ্য ভালো। নতুন সুযোগকে কাজে লাগান। উত্ফুল্ল থাকুন। আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সাফল্য পাবেন।
সিংহ: সকাল থেকে একটু ভালো একটু খারাপ চলতে পারে। কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগ কাজে লাগবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। সাময়িক উদ্বেগ দেখা দিলেও অসুবিধা হবে না। প্রার্থনায় শান্তি পাবেন।
কন্যা: কোনো যোগাযোগে লাভজনক কাজের সুযোগ আসতে পারে। অল্প পরিশ্রমেই লাভবান হবেন। আপনার ইতিবাচক ভাবনা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। স্থির বুদ্ধির দ্বারা সময়ের সঠিক ব্যবহার করুন।
তুলা: আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। আপনার ভাবনাকে বাস্তবে রূপদান করার সুযোগ আসবে। অর্থের ঘর শুভ। বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। কাজে মনোযোগ দিন।
বৃশ্চিক: নিজেকে দক্ষ এবং ভালো কর্মী হিসেবে প্রকাশ করতে পারবেন। পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায় জটিলতা দূর হবে। কাজে অন্যের সহযোগিতা পাবেন। সব কাজ বিচক্ষণতার সঙ্গে করতে পারলে সফলতা পাবেন।
ধনু: কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটতে পারে। অর্থ অপচয় হবে। স্বজন বিষয়ে উদ্বেগ বাড়বে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রত্যাশিত কাজে বাধা এলে বুদ্ধিবলে তা পরিবর্তনের চেষ্টা করতে হবে।
মকর: আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে। মতভেদ সত্ত্বেও কাছের মানুষকে সুন্দর অনুভূতি প্রদর্শন করুন।
কুম্ভ: কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। বাণিজ্যিক প্রচেষ্টা সফল হবে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। দীর্ঘদিন পড়ে থাকা কাজ উদ্ধার হতে পারে। অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করুন।
মীন: ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আটকে থাকা কোনো কাজ সফল হবে। উপার্জনের রাস্তা খুলবে। সময়োপযোগী পদক্ষেপ আপনাকে সাফল্যের পথ দেখাবে। সিদ্ধান্তে অটল থাকুন।