জলবায়ুর বিরূপ প্রভাবে দেশে দেশে চলছে ঘূর্ণিঝড়, ভারিবৃষ্টি ও বন্যার তাণ্ডব। স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাতে তলিয়েছে হংকং। ব্রাজিলে ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আর বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে গ্রিস, তুরস্ক ও বুলগেরিয়ায়।
শুক্রবার মৌসুমী বৃষ্টিপাতের ভয়াবহ রূপ দেখলো চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। দুইশ' মিলিমিটারের বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে, যা ওই অঞ্চলে গত ১৪০ বছরের ইতিহাসে বিরল। এতে শুধু রাস্তাঘাটই ডোবেনি; পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাট, শপিং মলসহ বিভিন্ন ভবনে।
শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে শ্রমজীবীদের ঘরের ভেতরেই থাকার নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মাটির সাথে প্রায় মিশে গেছে ব্রাজিলের দক্ষিণ উপকূলে বিস্তীর্ণ অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য রিও গ্র্যান্ডে দে সুল।
পানির ঢলে তিন হাজার নয়শ'র বেশি মানুষ বাস্তুচ্যুত ও দুই হাজার তিনশ'র বেশি মানুষ গৃহহীনের কাতারে শামিল হয়েছে। বন্যায় বিপর্যস্ত গ্রিসে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। দুই দিনে উদ্ধার করা হয়েছে অন্তত ৯০০ জনকে। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রতিবেশী তুরস্কের ইস্তাম্বুলসহ উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ৭জন এবং বুলগেরিয়ায় চারজনের প্রাণহানি হয়েছে।