ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আজ প্রথমবার ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩

আজ প্রথমবার ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর কথা তার। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। 

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরদিন শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। এসব বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। 

পরে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়দিল্লীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সফরে খাদ্য, সার, জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভুত বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।