দিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলন শুরুর আগে এবার বিতর্ক তৈরি হয়েছে আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার বদলে 'ভারত' নাম নিয়ে। এর মধ্য দিয়ে কেন্দ্র সরকার দেশের নাম পরিবর্তনের পাঁয়তারা করছে, অভিযোগ বিরোধী দলগুলোর।
ঘটনার শুরু জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেয়া বিদেশি নেতাদের দেয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর নৈশভোজের আমন্ত্রণপত্র ঘিরে। মঙ্গলবার গণমাধ্যমে ছড়িয়ে পড়া আমন্ত্রণপত্রের ছবিতে 'প্রেসিডেন্ট অব ইন্ডিয়া'র বদলে 'প্রেসিডেন্ট অব ভারত' ব্যবহার করতে দেখা যায়। এনিয়ে উল্লাসে মাতে বিজেপির একাংশ। 'ইন্ডিয়া' নামটিকে ঔপনিবেশিকতাবাদ, এমনকি সন্ত্রাসবাদের প্রতীক হিসেবেও আখ্যা দেন কেউ কেউ।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর নৈশভোজের আমন্ত্রণপত্র
সংবিধান অনুযায়ী ভারত বা ইন্ডিয়া যেকোন একটি ব্যবহারে বাধা না থাকলেও আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের চেষ্টা বিজেপি সরকারের বড় বোকামি হবে বলে মনে করেন কংগ্রেস নেতা শশী থারুর।
অন্যদিকে, বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া' হওয়ায় বিজেপি দেশের নাম পাকাপাকিভাবে ভারত করার পরিকল্পনা করছে বলে মত দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
জল্পনা রয়েছে, ১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নয়া অধিবেশনে এ সংক্রান্ত একটি প্রস্তাবও পার্লামেন্টে তুলতে পারে ক্ষমতাসীন দল। সূত্র: এনডিটিভি