ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

অসুস্থ মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩

অসুস্থ মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি
গৃহবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। তবে তার চিকিৎসার জন্য দেশের বাইরের চিকিৎসকের জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র এবং মিয়ানমারের ছায়া সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে গৃহবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখার জন্য বাইরের একজন চিকিৎসকের জন্য আবেদন করা হলে দেশটির জান্তা সরকার তা প্রত্যাখান করেছে। রয়টার্স বলছে, নোবেলজয়ী মিয়ানমারের এই নেত্রীর বর্তমান বয়স ৭৮ বছর এবং বাইরের চিকিৎসকের পরিবর্তে কারাগার বিভাগের ডাক্তার দিয়ে বর্তমানে সু চির চিকিৎসা করা হচ্ছে।

সু চির অসুস্থতা সম্পর্কে অবগত ওই সূত্র জানিয়েছেন, ‘অং সান সু চির মাড়ি ফুলে গেছে। এই কারণে তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়া তার বমিও হচ্ছে। এর সঙ্গে মাথা ঘোরারও সমস্যা দেখা গেছে তার।’

এ বিষয়ে জানার জন্য জান্তা সরকারের মুখপাত্রকে ফোন করেছে রয়টার্স কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতারের পর মে মাস পর্যন্ত সু চিকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছিল। তারপর জুন মাসে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ২৪ জুলাই কারাগার থেকে ফের সু চিকে গৃহবন্দি করা হয়েছে।