Can't found in the image content. ওড়িশায় বজ্রপাতে নিহত ১০ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

ওড়িশায় বজ্রপাতে নিহত ১০

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

ওড়িশায় বজ্রপাতে নিহত ১০
ভারতের ওড়িশা রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ব্জ্রপাতের জেরে আহতও হয়েছেন অনেকে।

শনিবার (২ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজ্যটির ছয়টি জেলায় বজ্রপাতে মৃত্যুর এসব ঘটনা ঘটে।  

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। শনিবারের প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে বজ্রপাতে মোট ১০ জনের প্রাণহানি ঘটে।

ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।

আগামী চার দিন ওই অঞ্চলগুলোর আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।  

এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।