ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ড. ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্বস্ত বন্ধু হলেও দেশে জনসমর্থন নেই

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩

ড. ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্বস্ত বন্ধু হলেও দেশে জনসমর্থন নেই
নোবেল জয়ী ড. ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্বস্ত বন্ধু হলেও দেশে তার কোনো জনসমর্থন নেই, বলছেন আওয়ামী লীগ নেতারা। তিনি দেশে সুদখোর হিসেবেই পরিচিত। বিশ্বনেতাদের তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাইয়ের পরামর্শ তাদের। ড. ইউনূসকে ভয়ের কিছু নেই বলেও মন্তব্য আওয়ামী লীগ নেতাদের।  

নির্বাচনকে সামনে রেখে আবারো আলোচনায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন বিশ্বের একশ' ৬০ জন বিশিষ্ট ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রয়োজনের মুহূর্তে এই নোবেলজয়ীর পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন, ড. ইউনূসকে নিয়ে দেশের সাধারণ মানুষের খুব একটা ভালো ধারণা নেই। প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিশাল অঙ্কের টাকা তিনি কোথায় পেলেন?

এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলছেন, ড. ইউনূসকে নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। তবে, তার এদেশে কিছু অর্জনের সুযোগ বা সম্ভাবনা নেই। 

আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাসী বলেও মন্তব্য আওয়ামী লীগ নেতাদের।