Can't found in the image content. ‘বিবৃতি প্রচারে ২ মিলিয়ন ডলার খরচ করেছেন ড. ইউনুস’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

‘বিবৃতি প্রচারে ২ মিলিয়ন ডলার খরচ করেছেন ড. ইউনুস’

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩

‘বিবৃতি প্রচারে ২ মিলিয়ন ডলার খরচ করেছেন ড. ইউনুস’
বিশ্ব নেতাদের মাধ্যমে বিবৃতি প্রচারে ২ মিলিয়ন ডলার খরচ করেছেন ড. মোহাম্মদ ইউনুস। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। 

আগামীকাল ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এই সমাবেশে ৫ লাখ শিক্ষার্থী সমবেত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় নেতারা।

সমাবেশস্থল পরিদর্শন করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের তারুণ্যে এই সমাবেশকে তারুণ্যের অভিযাত্রা হবে। এই অভিযাত্রাকে বিজয়ের বন্দরে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন কাদের। 

ড. ইউনুসের মামলা নিয়ে শঙ্কা থাকলে এ বিষয়ে যাচাই করতে প্রতিনিধি পাঠাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একটা স্বাধীন দেশের নিজস্ব আইন আছে। কেউ শ্রমিকদের অর্থ আত্মসাৎ করলে প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই।

আগামীকাল ছাত্রলীগের স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশের মাধ্যমে তারুণ্যের এই অভিযাত্রাকে বিজয়ের বন্দরে নিয়ে যাওয়া হবে বলেও জানা ছাত্রলীগের সাবেক এই নেতা ও বর্তমান মন্ত্রী ওবায়দুল কাদের।