Can't found in the image content. বুশরা বিবি ও ইমরান খানকে বিদেশ যাওয়ার প্রস্তাব! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বুশরা বিবি ও ইমরান খানকে বিদেশ যাওয়ার প্রস্তাব!

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ৩০, ২০২৩

বুশরা বিবি ও ইমরান খানকে বিদেশ যাওয়ার প্রস্তাব!
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেখা করেছেন বোন আলেমা খান, উজমা খানম ও সাবেক ফার্স্টলেডি বুশরা বিবি। অ্যাটক জেলে বন্দি আছেন তিনি, পাঁচ দিন আগে অনুমতি চাওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট অনুমতি দেন। পিটিআইপ্রধানের জেলে আটক আছেন, তাকে তোশাখানা মামলায় তিন বছরের জেল এবং এক লাখ রুপি জরিমানা করা হয়েছে। 

নিউজ ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বোনেরা আদালতের কাছে অভিযোগ করেন যে, জেল সুপার তাদের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি। ইমরানের বোনেরা আদালতে দাবি করেন, আমরা গত বৃহস্পতিবার অ্যাটক জেলে ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সুপারিনটেনডেন্ট আমাদের তার সঙ্গে দেখা করতে দেননি। আদালতকে বৈঠকের জন্য নির্দেশনা জারি করার অনুরোধ করা হয়েছে।

বৈঠকের সময়, ইমরানের বোন এবং স্ত্রী বুশরা বিবিসহ চার সদস্যের আইনি দলের সঙ্গে ছিলেন। খবর দ্য নিউজকে।

আলেমা ও উজমা যখন প্রথমবারের মতো তাদের ভাইয়ের সঙ্গে দেখা করছিলেন, তখন এটি ছিল বুশরা বিবির তৃতীয় বার দেখা, যিনি ইসলামাবাদের একটি বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর ৫ আগস্ট থেকে বন্দি ছিলেন। সূত্রে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে বুশরার বৈঠক এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ সময় তারা ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন।

গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, বুশরা তার স্বামীর সঙ্গে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিদেশি বন্ধুর কাছ থেকে তার বিদেশে চলে আসার বার্তা এসেছে। কারাগার থেকে আধা কিলোমিটার দূরে পুলিশ বুশরা বিবির দুই গাড়ি থামিয়ে ব্যাপক তল্লাশি করেছে। তার পর কারাগারে ঢুকতে দেওয়া হয়।

এদিকে পিটিআইয়ের সমর্থকরা কারাগারের চারপাশে জড়ো হয়েছিল, খানের মুক্তির প্রত্যাশায় তাকে স্বাগত জানানোর আশায়। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে কারাগারে যাওয়ার পথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মিডিয়াকেও পিটিআই নেতৃত্বের আন্দোলন কভার করতে বাধা দেওয়া হয়েছিল। তবে শর্তসাপেক্ষে তাদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ কয়েকজন পিটিআই কর্মীকে আটক করে পরে ছেড়ে দেয়।

সূত্র: জিও নিউজ