Can't found in the image content. যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে হত্যা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে হত্যা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনায় ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার বিকালে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার (ইউএনসি) ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদেনে বলা হয়েছে, গোলাগুলির সময় চ্যাপেল হিল শহরের ওই বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে সবগুলো ভবনে তালা দেওয়া হয়। পুলিশ এসে দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করা হয়।

নিহত শিক্ষক ও সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। তদন্ত করে তা জানান হবে বলে জানিয়েছে 
দেশেটির আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেভিন গুসকিউইচ বলেন, ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় একজন ফ্যাকাল্টি সদস্যকে হারিয়ে আমরা বিধ্বস্ত। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে ফল সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহের ক্লাস চলছিল। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজারের মতো। অনুষদ চার হাজার ১০০। শিক্ষক সংখ্যা চার হাজারের বেশি। কর্মচারীর সংখ্যা ৯ হাজার।

ক্যাম্পাসে এমন উদ্ভুত পরিস্থিতির কারণে ২৮ আগস্ট ও ২৯ আগস্টের ক্লাস এবং সমস্ত ক্যাম্পাস ইভেন্ট বাতিল করার কথা জানান বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ষার জন্য প্রয়োজনীয় সব রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার।