Can't found in the image content. হিজাব-বোরকার পর এবার মুসলিমদের আবায়া ও ঢিলা পোশাক নিষিদ্ধ করছে ফ্রান্স | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হিজাব-বোরকার পর এবার মুসলিমদের আবায়া ও ঢিলা পোশাক নিষিদ্ধ করছে ফ্রান্স

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ২৮, ২০২৩

হিজাব-বোরকার পর এবার মুসলিমদের আবায়া ও ঢিলা পোশাক নিষিদ্ধ করছে ফ্রান্স
হিজাব ও মুখ ঢাকা বোরকার পর এবার সরকারি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য আবায়া ও ঢিলেঢালা পোশাক নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। আগামী মাস থেকেই এটি কার্যকরের ইঙ্গিত দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল। এর নিন্দা জানিয়েছেন স্থানীয় মুসলিম নেতারা।

ফ্রান্সের টি.এফ-ওয়ান টেলিভিশনে এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী আত্তাল জানান, স্কুলে ঢোকার পর কোন শিক্ষার্থীর ধর্মপরিচয় বোঝা যায় এমন পোশাক পরা উচিৎ হবে না। গ্রীষ্মের ছুটি শেষ হাবার আগে আগামী সেপ্টেম্বরের চার তারিখ থেকে এই আইনটি কার্যকরের প্রস্তুতি চলছে বলে ইঙ্গিত দেন তিনি। 

আত্তালের দাবি, মুক্ত চিন্তার স্বাধীনতা রুদ্ধ করে এধরণের ধর্মীয় পোশাক-পরিচ্ছদ। গত কয়েক মাসে তর্ক-বিতর্ক এবং স্থানীয় ডানপন্থী ও কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জোরালো দাবির মুখে সরকারি স্কুলে আবায়া নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

এধরণের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ জানিয়ে দ্য ফ্রেঞ্চ কাউন্সিল ফর মুসলিম ফেইথের দাবি, ধর্মীয় পরিচয় বহন করে না আবায়া। 

এরআ গে, ফ্রান্সের স্কুলগুলোয় ২০০৪ সালে হিজাব ও ২০১০ সালে সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়েছে।