ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

মিয়ানমার সেনাদের বিচার দাবি ভুক্তভোগী রোহিঙ্গাদের

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২৭, ২০২৩

মিয়ানমার সেনাদের বিচার দাবি ভুক্তভোগী রোহিঙ্গাদের
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গণহত্যায় জড়িত মিয়ানমার সেনাদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী রোহিঙ্গারা। দায়ীদের বিচার হলে দেশে ফিরতে পারবেন বলেও জানান তারা। শুধু গণহত্যায় জড়িতদের নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতকে হত্যায় সহায়তাকারীদেরও তালিকা করে বিচার করার আহ্বান জানিয়েছেন আইন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। 

২০১৭ সালে ভয়াবহ গণহত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘসহ বিভিন্ন দেশও ওই ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়। গণহত্যার সেই ভয়াল স্মৃতি এখনও ভোলেননি রোহিঙ্গারা। পরিবার পরিজনহারা ভুক্তভোগী রোহিঙ্গারা বিচার চান দায়ী সেনাদের। 

রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের শাস্তি দিতে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজেতে ২০১৯ সালের নভেম্বরে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। এরপর থেকেই বিচার চলছে ওই আদালতে। আন্তর্জাতিক আদালতের বিচার দীর্ঘ প্রক্রিয়ার হলেও তা যথাসময়ে সম্পন্ন হবে বলে আশা আইনবিদ অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের। 
 
বিচারে দোষী হলে মিয়ানমার কিছুটা হলেও চাপে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।