ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

এবার ভারত সফরও বাতিল পুতিনের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ২৬, ২০২৩

এবার ভারত সফরও বাতিল পুতিনের
এবার ভারত সফরও বাতিল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে তার ভারতে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (২৫ আগস্ট) ক্রেমলিন জানিয়েছে, ভারতে যাচ্ছেন না পুতিন। আপাতত ইউক্রেনে সামরিক অভিযান তদারকিতে ব্যস্ত তিনি। 

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ভাষ্য, পুতিন জি-২০ সম্মেলনে কীভাবে অংশ নেবেন, তা পরবর্তীতে জানানো হবে।

জানা গেছে, এবার ভারতের নয়াদিল্লিতে আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি অতিথি দেশ অংশ নেবে। এ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, মিসর, মরিশাস সম্মেলনে যোগ দেবে।

এ সম্মেলন উপলক্ষে ভারতে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন অনুষ্ঠানের বাইরে বিশ্বনেতাদের সঙ্গে তার ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও এ সম্মেলনে অংশ নেবেন।

এর আগে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও যোগ দেননি পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পুতিনকে গ্রেফতার করতে পারে আইসিসি। তবে রাশিয়া বরাবরই বিষয়টি অস্বীকার করছে।

সূত্র: রয়টার্স ও আল-আজিরা