‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে’– এমন একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তবে এ বিজ্ঞপ্তিটি ‘ভুয়া’ বলে অভিহিত করেছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ ছাড়া এই বিজ্ঞপ্তির সত্যতা নাকচ করে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছিলেন, এ বিষয়ে রওশন এরশাদ কিছুই জানেন না। এটি একটি চক্রান্ত এবং এর প্রতিবাদ তারা জানাবেন।
এদিকে তিন দিনের সফর শেষে বুধবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিএম কাদের।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অব্যাহতি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাওয়া হলে জিএম কাদের বলেন, আমি বিশ্বাস করি, উনি (রওশন এরশাদ) এটি করেননি, উনাকে দিয়ে করানোর চেষ্টা করেছেন। আমি মনে করি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
দল নিয়ে রওশনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে কাদের বলেন, ‘আমি উনাকে মায়ের মতো দেখেছি ছোটবেলা থেকে। উনার সঙ্গে আমার কোনো সময় কোনো দ্বন্দ্ব ছিল না, এখনো দ্বন্দ্ব নেই। কিন্তু কিছু মানুষ আমাদের বিরুদ্ধে এ বিভ্রান্তি সৃষ্টি করছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন এরশাদের নামে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারও হয়। সেখানে ওই বিজ্ঞপ্তিতে রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরকে অব্যাহতির বিষয়টি উল্লেখ করা হয়।