ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ব্রিকস জোট সম্প্রসারণে পূর্ণ সমর্থন মোদী ও শি জিনপিংয়ের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩

ব্রিকস জোট সম্প্রসারণে পূর্ণ সমর্থন মোদী ও শি জিনপিংয়ের
ব্রিকস জোটের সম্প্রসারণে পূর্ণ সমর্থন দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জোটের সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সাথে বৈঠকে নরেন্দ্র মোদী জানান, জোটের সম্প্রসারণকে স্বাগত জানায় ভারত। এক্ষেত্রে জোটের সব সদস্যের মতামত নেয়ার আহ্বান জানান তিনি।

দৃঢ় আশাবাদ প্রকাশ করে জানান, ২০৪৭ সাল নাগাদ উন্নত ধনী দেশের কাতারে চলে যাবে ভারত। জোট সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

তিনি বলেন, বিশ্বের শক্তিধর দেশ ও জোটগুলোর সাথে সংঘাতে জড়াবে না চীন। ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সব দেশের কল্যাণই জোট সম্প্রসারণের মূল উদ্দেশ্য। 

ব্রিকসে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, পাকিস্তান, ইরান, সৌদি আরবসহ অন্তত ৪০টি দেশ। এদিকে, সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বলেন, প্রেক্ষাপট তৈরি করে রাশিয়ার ওপর ইউক্রেন যুদ্ধ চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ।