Can't found in the image content. অকেজো অস্ত্র দিয়ে বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ ভিত্তিহীন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অকেজো অস্ত্র দিয়ে বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ ভিত্তিহীন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩

অকেজো অস্ত্র দিয়ে বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ ভিত্তিহীন
পুলিশ কখনো রাজনৈতিক বক্তব্য দেয় না, আইন ও বিধি রক্ষার্থে দায়িত্ব পালন করে এমন দাবি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। বলেন, অকেজো ও পুরাতন অস্ত্র দিয়ে বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ ভিত্তিহীন। 

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় চক্ষু ইন্সটিটিউটে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

আইজিপি বলেন, বিএনপি নেতাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে যে সকল অস্ত্র পাওয়া গেছে সেটাই সামনে আনা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করার সুযোগ নেই পুলিশের। নির্বাচনকে সামনে রেখে কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের সক্ষমতা ও জনবল আছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।