ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

দেশে ফিরেই গ্রেফতার হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩

দেশে ফিরেই গ্রেফতার হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
দেশে ফিরেছেন ১৫ বছর নির্বাসনে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ১০ বছরের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

সিঙ্গাপুর থেকে প্রাইভেট জেট বিমানে রওয়ানা দেয়া সিনাওয়াত্রা স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ডন মোয়াং বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থাপিত রাজার ছবিতে তিন সন্তানসহ শ্রদ্ধা জানান সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিজের দল ফিউ থাই পার্টির নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরা। 

এরপর বিমানবন্দর থেকে তাকে সুপ্রিম কোর্টে নেয়া হয়। সেখানে তাকে তিন মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতে রায় পর্যালোচনার ভিত্তিতে তার আইনজীবী জানান, সিনাওয়াত্রাকে সর্বোচ্চ পাঁচ বছরের বেশি জেলে আটকে রাখার সুযোগ নেই। 

২০০৬ সালের ১৯ সেপ্টেম্বরে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা। এরপর দেশ ছাড়তে বাধ্য হলেও ২০০৮ সালে সংক্ষিপ্ত সফরে দেশে গিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতেই দুর্নীতিসহ চার মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিলো সুপ্রিম কোর্টের ফৌজদারি অপরাধ বিভাগ।