Can't found in the image content. ভারত যদি যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দিয়ে থাকে তবে তা ভালোই হবে: পররাষ্ট্রমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভারত যদি যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দিয়ে থাকে তবে তা ভালোই হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, আগস্ট ২১, ২০২৩

ভারত যদি যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দিয়ে থাকে তবে তা ভালোই হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সরকার পরিপক্ক, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত যদি যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দিয়ে থাকে তবে তা ভালোই হবে। 

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে, এমন খবর দিয়েছে আনন্দবাজার, ডয়চেভেলেসহ কিছু গণমাধ্যম। এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। 

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে। তিনি জানান, ভারত কিছু করে থাকলে তা ভালোর জন্যই করেছে। রবিবার (২০ আগস্ট) ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 

এক প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গেও কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর কোন দেশেই বন্দীদের বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেয়ার নজির নেই।

২৩ থেকে ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। পররাষ্ট্রমন্ত্রী জানান, এতে যোগ দিতে ২২ আগস্ট রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। 

ভারতে থাকা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরে না আসলে পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।