আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। এরই মধ্যে তারা নির্বাচনে কার নেতৃত্বে অংশ নেবে সেটাও চূড়ান্ত করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।
রবিবার (২০ আগস্ট) রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এ সদস্য সচিব আরো বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করা একটি নির্বাচনীমুখী দল।
এর আগে শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সাথে বেগম রওশন এরশাদের সাক্ষাতকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মনে করেন তিনি। বলেন, আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভক্তি নেই। আছে নেতৃত্বের প্রতিযোগীতা।
গোলাম মসীহ্ সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনগণের সাথে গণসংযোগ বাড়াতে এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।