Can't found in the image content. আরও কমলো সোনার দাম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আরও কমলো সোনার দাম

অর্থ ও বানিজ্য ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২০, ২০২৩

আরও কমলো সোনার দাম
বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। দুই সপ্তাহের টানা পতনে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৫৩ ডলার। বিশ্ববাজারে গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৪ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ। এতে এক আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ দশমিক ৯৬ ডলার। সোনার পাশাপাশি গত সপ্তাহে প্লাটিনামের দামও কমেছে। তবে রুপার দাম কিছুটা বেড়েছে। 

এর আগের সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমে ২৮ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ। এতে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫২ দশমিক ৭২ ডলার।  এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। গত এক সপ্তাহে রুপার দাম বেড়েছে দশমিক ৩৪ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৭৪ ডলার। 

অপরদিকে, গত সপ্তাহে প্লাটিনামের দাম কমেছে দশমিক ২৭ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯০৯ দশমিক ৮৮ ডলার। এর আগের সপ্তাহে প্লাটিনামের কমে ১ দশমিক শূন্য ৭ শতাংশ। এক মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমল ৬ দশমিক ৪৯ শতাংশ। সূত্র: রয়টার্স