Can't found in the image content. উমর আকমল কি নওয়াজ শরিফের দলে যোগ দিচ্ছেন? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

উমর আকমল কি নওয়াজ শরিফের দলে যোগ দিচ্ছেন?

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ১৯, ২০২৩

উমর আকমল কি নওয়াজ শরিফের দলে যোগ দিচ্ছেন?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শুক্রবার তার লন্ডনের বাসভবনে দেখা করেছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার উমর আকমল। আর তার পর থেকেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এ উমর আকমল যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। খবর জিও টিভির।

খবরে বলা হয়, বৈঠকের পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন আকমল। তিনি জানান, পিএমএল-এন প্রধানকে তিনি একটি 'বিশেষ অনুরোধ' করেছিলেন, যা গৃহীত হবে বলে তিনি আশা করেছিলেন।

তিনি বলেন, আমাকে সময় দেওয়ার জন্য আমি তার (নওয়াজ শরিফ) কাছে কৃতজ্ঞ। এটা আমার জন্য সম্মানের বিষয়। তবে তিনি তার বিশেষ অনুরোধের বিষয়ে কোনো কথা বলেননি। 

পাকিস্তান ক্রিকেটের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আকমল বলেন, এটি ভালো, তবে নওয়াজের পাকিস্তানে ফিরে আসার পর এটি আরও উন্নতি করবে।

২০২০ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড আকমলকে ক্রিকেট খেলা থেকে বরখাস্ত করে। পরে ২০২১ সালে তাকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়।

এর আগে গত বছর পাকিস্তান দলের অলরাউন্ডার ফাহিম আশরাফও নওয়াজের সঙ্গে তার বাসায় দেখা করেছিলেন।