ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

তামাবিল স্থলবন্দরে অচলাবস্থা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ১৯, ২০২৩

তামাবিল স্থলবন্দরে অচলাবস্থা
অচলাবস্থা চলছে সিলেটের তামাবিল স্থলবন্দর এবং সাতটি শুল্ক স্টেশনে। আমদানি শুল্ক বাড়ানোর প্রতিবাদে বন্ধ হয়ে গেছে ভারত থেকে চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানি। এতে বেকার হয়ে পড়েছেন শ্রমিকসহ পাথর উত্তোলন ও ব্যবসায় জড়িত লক্ষাধিক মানুষ।

সিলেট বিভাগে শুল্ক স্টেশন ১৩টি। এর মধ্যে গোয়াইনঘাটের তামাবিল, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের বাগলি, বড়ছড়া ও চারাগাঁও এবং ছাতকের ইছামতি ও চেলা স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপাথর ও বোল্ডার আমদানি হয়। সম্প্রতি কাস্টমস থেকে ইম্পোর্ট অ্যাসেসম্যান্ট রেট বাড়িয়ে দেয়ায় প্রতিটন চুনাপাথর বা বোল্ডারে অতিরিক্ত গুনতে হবে আরো ১২ থেকে ১৩ টাকা। এতে বেঁকে বসেন আমদানিকারকরা। ১৬ আগস্ট থেকে চুনাপাথর ও বোল্ডার আমদানি বন্ধ করে দেন তারা। এতে কর্মহীন হয়ে পরেছেন স্থলবন্দর, শুল্ক স্টেশনগুলোতে কর্মরত লোড-আনলোড শ্রমিক।

কাস্টমসের এ সিদ্ধান্তকে আত্মঘাতি বলছেন ব্যবসায়ীরা, লোকসান দিয়ে আমদানি শুরু না করার ঘোষণা তাদের।

তবে  কাস্টমস কর্মকর্তাদের দাবি ডলারের মূল্যস্ফীতির কারণেই শুল্ক বেড়েছে। পাথর আমদানি বন্ধ থাকায় প্রতিদিন অন্তত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।