বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করছে দলটি। তবে মিছিল শুরুর আগে রাজধানীর দুই সিটিতে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
শুক্রবার বিকাল ৩টার পর এ সমাবেশ শুরু হয়।
এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশটি হয়েছে দয়াগঞ্জে। এতে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর সেখান থেকে গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বাসাবো বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হবে।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে ঢাকা মহানগর উত্তরের গণমিছিলের আগে গুলশান-১ নম্বরে সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর সেখান থেকে একটি মিছিল ডিসিসি মার্কেট থেকে শুরু হয়ে মহাখালীতে গিয়ে শেষ হবে।