ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

সাম্রাজ্যবাদী শক্তি গুঁড়িয়ে দেয়ার অঙ্গীকার কিম-পুতিনের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ১৬, ২০২৩

সাম্রাজ্যবাদী শক্তি গুঁড়িয়ে দেয়ার অঙ্গীকার কিম-পুতিনের
নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি গুঁড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাপানের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্তির ৭৮তম বার্ষিকীতে দেয়া চিঠিতে এ মন্তব্য করেন দুই নেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্মরণ করে কিম জং উন বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্য মোকাবেলার লক্ষ্য অর্জনে এক সাথে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ পিয়ং-ইয়ং ও মস্কো। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের মার্কিন অভিযোগের মাঝে এ চিঠি বিনিময় করলেন দু'নেতা।

এর আগে, গত সপ্তাহে একাধিকবার নিজ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। এদিকে, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকের পরিকল্পনা করলেও তাতে বিরোধিতা জানিয়েছে চীন।

এ অবস্থায় জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক আরও মজবুত করতে শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে দু'দেশের নেতার সাথে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: আল জাজিরা